
মঙ্গলবার ০৬ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: ছবিতে ক্যামিও ওরফে অতিথি চরিত্র সবসময়ই এক অনন্য মাত্রা যোগ করে, যা সেই ছবির গল্পকে করে তোলে আরও আকর্ষণীয় ও অর্থবহ। বাংলা চলচ্চিত্রে হেমলক সোসাইটি (২০১২), সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই দিকটিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল।
সিনেমায় অতিথি চরিত্র শুধু চমক দেওয়ার জন্যই নয়, কখনও কখনও গল্পের মোড় ঘোরানোর জন্যও আসে। বাংলা ছবির ইতিহাসে হেমলক সোসাইটি (২০১২) এই ক্যামিওর সংজ্ঞাই খানিক বদলে দিয়েছিল। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘হেমলক’-এ বরুণ চন্দ, সহাগ সেন, ব্রাত্য বসু, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, এবং সব্যসাচী চক্রবর্তীর মতো শিল্পীদের উপস্থিতি শুধু-ই চমক ছিল না, বরং প্রতিটি চরিত্র গল্পের আবেগ ও গভীরতায় আলাদা মাত্রা যোগ করেছিল।
এবার সেই ‘ক্যামিও’র ঐতিহ্য আরও শক্তিশালী করতে আসছে কিলবিল সোসাইটি। তবে, এই ছবির ক্যামিও চরিত্রগুলো শুধুই কয়েক পশলা মুহূর্তের জন্য উজ্জ্বল হবে না, বরং গল্পের শরীরে ঢুকে পড়বে, মিশে যাবে। অঙ্কুশ হাজরা, অঙ্গনা রায়, শ্রুতি দাস, রোশনি ভট্টাচার্য, অনন্যা চট্টোপাধ্যায়, সোমক ঘোষ ও নীলাঞ্জনা ব্যানার্জির উপস্থিতি সংক্ষিপ্ত হলেও, তাদের দৃশ্যগুলো দর্শকের মনে দাগ কেটে যাবে নিশ্চিতভাবে, আশা এই ছবির নির্মাতাদের।
যেমন হেমলক সোসাইটি ক্যামিও চরিত্রের মাধ্যমে গল্পে এক অনন্য মাত্রা যোগ করেছিল, তেমনভাবেই কিলবিল সোসাইটি তার এই বিশেষ সব চরিত্রের উপস্থিতিগুলোকে গল্পের বুনোটে এমনভাবে জুড়ে দেবে যে প্রতিটি মুহূর্ত হবে গুরুত্বপূর্ণ, প্রতিটি সংলাপ হবে মনে রাখার মতো।
ইতিমধ্যেই ছবির দুটি গান—নেই তুমি আগের মতো (সোমলতা আচার্য চৌধুরী) ও ভালবেসে বাঁধো না (অনুপম রায়)—শ্রোতাদের মন জয় করেছে।
আর এই প্রত্যাশার পারদ আরও চড়াতে আগামী ১ এপ্রিল আসছে ছবির ট্রেলার, যা এক ঝলকের জন্য এই গল্পের জগতে প্রবেশদ্বারেরর কাছাকাছি নিয়ে যাবে দর্শককে। ছবির নির্মাতাদের আশা, ১১ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলা কিলবিল সোসাইটি নিয়ে আসছে এমন এক সিনেম্যাটিক অভিজ্ঞতা, যেখানে প্রতিটি ক্যামিও হবে সোনায় সোহাগা, প্রতিটি মোড় হবে চমকপ্রদ, আর প্রতিটি সুর হবে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো!
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?